এটা একটা কষ্টকর উপসর্গ। সর্দি বা ইনফ্লুয়েঞ্জা থেকে উৎপত্তি । হাঁচি শুরু হলে একটানা ৫-১০-২০ টা হাঁচি দিয়ে রোগী ক্লান্ত হয়ে পরে।
Euphorbium: কোন ধরণের ফ্লু পীড়া ভোগের পর সবিরাম হাঁচি। হাঁচি দিতে দিতে ঘেমে যায়। নাক-চোখ দিয়ে কাঁচা জল। ৬-৩০ শক্তি।
Allium Cepa: অবিরাম অদম্য হাঁচি। নাক-চোখ দিয়ে কাঁচা জল পড়ে। কপালে ব্যথা। ৬-৩০ শক্তি।নাক-চোখ দিয়ে কাঁচা জল পড়ে।
Arsenic Iod: নাক-চোখ দিয়ে কাঁচা জল পড়ে। অনবরত হাঁচি। ৩x- ৩০ শক্তি ফলপ্রদ।
Sanguneria Nit: কিছুক্ষন পর পর দমকা হাঁচি। নাকের গোঁড়ায় ভার বোধ। নাক-চোখ দিয়ে কাঁচা জল পড়ে। 3X-30 শক্তি।
বায়োকেমিকঃ
Nat.Mur: মাথাব্যথার সাথে প্রবল হাঁচি। বর্ষাকালীন সর্দি থেকে হাঁচি। ১২x শক্তি।
একটি মন্তব্য পোস্ট করুন