স্মরণশক্তি Retention / Memorize হোমিওপ্যাথিক চিকিৎসা।

স্মরণশক্তি Retention / Memorize হোমিওপ্যাথিক চিকিৎসা।
অতরিক্ত শারীরিক বা মানসিক পরিশ্রম, জীবনীশক্তির দুর্বলতা, বীর্জক্ষয়, কঠিন রোগভোগ, রাত জাগা, শোক-দুঃখ ইত্যাদি কারনে স্মরণশক্তি কমে যেতে পারে।


Anacardium Ori: হঠাৎ স্মৃতিশক্তি লোপ, কিছুই মনে রাখতে পারেনা। রোগভোগের পর স্মরণশক্তি লোপ। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কালীন অতরিক্ত মানসিক পরিশ্রম। ৩০-২০০ শক্তি।

Baryta Carb: বৃদ্ধ বয়সে স্মরণশক্তি হ্রাস, বোকা রোগীদের জন্য প্রযোজ্য। ২০০ থেকে উচ্চশক্তি।

Lac Can: লেখায় ভুল করে, জিনিষপত্র রেখে ভুলে যাওয়া, বাজার করতে ভুল দ্রব্য ক্রয় করে। ৩০-২০০ শক্তি।

Medorhinum: স্মরণশক্তি এতই হ্রাস পায় যে- পরিচিত বন্ধু-বান্ধব এমনকি নিজ ঘরের মানুষদের চিনতে ভুল করে। কথা বলতে বলতে ভুলে যায়। ২০০-১এম শক্তি।

বায়োকেমিকঃ 
Kali Phos: স্মরণশক্তি বৃদ্ধিতে অত্যান্ত কার্যকর। ৬x-১২x শক্তি। 

Post a Comment

নবীনতর পূর্বতন