মেয়েলি হরমোনের অসামঞ্জস্যতা বশতঃ যোনিপথের শুষ্কতা,প্রদাহ,ব্যথা এবং সংকোচন-সম্প্রসারনে বিঘ্নতা থেকে রক্তস্রাব হতে পারে যে কারণে অনেকে সঙ্গমকে ভীতিকর মনে করে ও অনীহা চলে আসে।
Sepea: শান্ত স্বভাব, উদাসী, বিষন্ন, ক্রন্দনশীল রমনী, যারা প্রায়ই জরায়ুপীড়ায় ভোগে তাদের যোনিদ্বার শুষ্কতা বশত কষ্টকর সঙ্গম। ৩০-২০০ শক্তি।
Kreasote: সঙ্গমকালে বা পরে রক্তস্রাব। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।
Argent Nit: ক্ষীণকায় কোটরাগত চোখ, মিষ্টি খাবার পছন্দ, গরম কাতর রোগীদের সঙ্গমকালে বা পরে রক্তস্রাব। ৩০-২০০ শক্তি।
Lycopodium: যোনিপথের শুষ্কতা বশতঃ প্রদাহ ব্যথা। ৩০-২০০ শক্তি। পুরনো হলে উচ্চশক্তি।
বায়োকেমিকঃ
Nat.Mur: লবনপ্রিয়, গরমকাতর, রাগী, সান্ত্বনায় বৃদ্ধি এমন রমনীদের জন্য প্রযোজ্য। ১২x হতে উচ্চশক্তি।
একটি মন্তব্য পোস্ট করুন