মুখের ঘা / দূর্গন্ধ / লালাপড়া (Oral Diseases) হোমিওপ্যাথিক চিকিৎসা।

মুখের দুর্গন্ধ নামক রোগটি বড় বিব্রতকর। মুখের এ দুর্গন্ধ কেন হয়, তা নিয়ে বিজ্ঞানের গবেষণা বহুকাল ধরে চলে আসছে। সেসব গবেষণা থেকে সুনির্দিষ্টভাবে কয়েকটি কারণকে চিহ্নিতও করা গেছে। সেগুলো হলো-

খাদ্য আবরণ জমে থেকে ডেন্টলি প্লাক সৃষ্টি এবং মাড়ির প্রদাহ (পেরিওডন্টাল ডিজিজ), মুখের ঘা বা ক্ষত হওয়া, আকাবাঁকা দাঁত থাকার কারণে খাদ্যকণা জমা, অপরিষ্কার কৃত্রিম দাঁত বা ক্রাউন ব্রিজ, জিহ্বা অপরিষ্কার থাকার কারণে খাদ্যকণা ও জীবাণুর অবস্থান, ছত্রাক বা ফাঙ্গাস জাতীয় ঘা, মুখের ক্যান্সার, ডেন্টাল সিস্ট বা টিউমার, দুর্ঘটনার কারণে ফ্রেকচার ও ক্ষত তাছাড়া দেহের অন্য রোগের কারণেও মুখের দুর্গন্ধ হতে পারে যেমন-

পেপটিক আলসার, লিভারের রোগ, গর্ভাবস্থা, কিডনি রোগ, রিউমেটিক রোগ বা বাতজনিত রোগ, ডায়াবেটিস বা বহুমূত্র, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, গলা বা পাকস্থলীর ক্যান্সার, এইডস রোগ, হৃদরোগ, মানসিক দুশ্চিন্তা, নাক, কান, গলার রোগ।

চিকিৎসাঃ
Merc Sol: মুখে জিহ্বায় মাঢ়ীতে ঘা, জিহ্বা মোটা এবং তাতে দাঁতের দাগ, ঘুমের মাঝে মুখ থেকে লালা পড়ে, মুখে মারাত্বক দূর্গন্ধ, ঢোক গিলতে কষ্ট। ২০০ থেকে পর্যায়ক্রমে উচ্চশক্তি।

Acid Nit: জীর্ণ শীর্ণ রোগীর ঠোঁটের কোণে ঘা, অল্পতে ঠান্ডা লাগে এমন ধাতুর রোগীর মুখে ঘা, দুর্গন্ধ, লালা পড়ে, প্রস্রাবে দুর্গন্ধ থাকে। ২০০ থেকে পর্যায়ক্রমে উচ্চশক্তি।

Acid Mur: মুখের ভেতর নীলাভ ক্ষত, লালা ঝরে, পঁচা দুর্গন্ধ। মাঢ়ী থেকে রক্ত পড়ে। ঢোক গিলতে কষ্ট বোধ। ৩০-২০০ শক্তি উপকারী।

Syphilinum: উপদংশ ধাতুর রোগী। মুখে থুতু জমে। ঘুমে দুর্গন্ধ লালা ঝরে, নিঃশ্বাসে দুর্গন্ধ।

Aurum Met: নবযুবতীদের মুখে, নিঃশ্বাসে পঁচা দুর্গন্ধ। ২০০-১এম ফলপ্রদ।

Asai: মাঢ়ী ফোলা, পঁচা গন্ধ, মুখে বা জিহ্বায় নালী ঘা। জিব ফোলে লালচে হয়। ৩০-২০০ শক্তি।

Borax: শিশুদের মুখে জিহ্বায় ঘা (ফাকা পড়া) তজ্জন্য খেতে পারেনা, লালাস্রাব। ৩x শক্তি কার্যকরী।

বায়োকেমিকঃ
Kali Mur, Kali Phos 6x-12 ফলদায়ক। 


Post a Comment

নবীনতর পূর্বতন