ফুসফুসের প্রদাহজনিত একটি রোগ। ইহা হল ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ বিশেষ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া মৃদু বা হালকা থেকে জীবন হানিকরও হতে পারে। নিউমোনিয়া থেকে ফ্লু হবারও সম্ভাবনা থাকে। নিউমোনিয়া সাধারণত শিশু বা বৃদ্ধ ব্যক্তিদের, যারা দীর্ঘদিন রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা কম তাদের মধ্যে বেশি দেখা যায়। তবে তরুণ, অল্প বয়স্ক, স্বাস্থ্যবান লোকদেরও নিউমোনিয়া হতে পারে। ফুসফুস আবরণীতে জল জমে যে নিউমোনিয়া হয় তাকে প্লুরো নিউমোনিয়া বলে এবং ব্রঙ্কাইয়ে মিউকাস জমে হয় ব্রঙ্কো নিউমোনিয়া।
লক্ষণ সমূহঃ
জ্বর, কাশি, শ্বাসকষ্ট, কাপুনি, ঘাম হওয়া, বুকে ব্যাথা যা শ্বাস-প্রশ্বাসের সাথে উঠা নামা করে, মাথা ব্যথা, মাংসপেশীতে ব্যাথা, ক্লান্তি অনুভব করা।
Aconite: জ্বর, অস্থিরতা, ছট্ফটানি, পিপাসা, ঘামশূণ্য, নাড়ী খুব স্থুল এবং দ্রুত, মৃত্যুভয় থাকে। ৬-৩০ শক্তি কার্যকরী।
Bryonia Alb: জিহ্বা শুস্ক, কোষ্ঠকাঠিন্য, জ্বর, ডান পাশ থেকে আক্রমণ ইহার বিষেশত্ব, বুকের যে পাশে ব্যাথা সে পাশ চেপে শয়ন করলে ব্যাথা কমে, প্লুরো নিউমোনিয়ায় প্লুরিসিতে সুঁচ ফোটানো বা খোঁচা মারা ব্যাথা, চুপ করে পড়ে থাকে নড়াচড়া করলে ব্যাথা বৃদ্ধি, চটচটে রক্ত মিশ্রিত কফ্, খাওয়ার পর কাশির বৃদ্ধি, কাশির সময় বুক হাত দিয়ে চেপে ধরতে হয়। ৩০ শক্তি ফলপ্রদ।
Phosphorus: লম্বা একহারা গড়ন, ব্রঙ্কো নিউমোনিয়ায় কঞ্জেক্টিভ স্টেজে (রক্তাধিক্য) বিশেষ ফলপ্রদ। ডান দিক আক্রান্ত রোগী বাম পাশে শুইতে পারেনা। শ্বাসকষ্ট, ডান পাশে সুঁচ ফুটানো ব্যাথা। জ্বর অবস্থায় প্রলাপ বকে। ৩০-২০০ শক্তি।
Kali Carb: প্লুরো নিউমোনিয়ায় বুকে সুঁচ ফুটানো ব্যাথা, ডানপাশ চেপে শুইতে অপারগ, চোখের পাতা ফোলা বা জলপূর্ণ, বৃদ্ধদের নিউমোনিয়া, কফের সাথে ছোট ছোট পুঁজের ডেলা নির্গমণ, রাত ২-৩ টায় কাশি ইত্যাদি রোগ লক্ষণ বৃদ্ধি (উক্ত লক্ষণ ইনফ্লুয়েঞ্জার পর দেখা দিলে Ammon Carb) । ৩০-২০০ শক্তি প্রযোজ্য।
Chelid M: হামের পর নিউমোনিয়া বা লিভারের দোষ আছে এমন শিশুদের নিউমোনিয়া। ৩x-৩০ শক্তি প্রযোজ্য।
বায়োকেমিকঃ
Ferrum Phos: নিউমোনিয়ার প্রথমাবস্থায় প্রবল জ্বর, গলায় সাঁই সাঁই বুকে গরগর শব্দ, শ্বাসকষ্ট, অস্থিরতা, খুকখুকে কাশিতে পাতলা গয়ার উঠে। ৬x-১২x শক্তি।
Kali Mur: নিউমোনিয়ার প্রথমাবস্থায় যেমন F.P পরবর্তী অবস্থায় K.M, জিহ্বায় সাদা লেপ, কোষ্ঠকাঠিন্য, কাশিতে সাদা রঙের শ্লেষ্মা, ঘুসঘুসে জ্বর। ৬x-১২x শক্তি।
Kali Sulph: নিউমোনিয়ার ৩য় অবস্থায় জিহ্বায় হলুদ বর্ণের লেপ, কাশিতে হলুদ রঙের শ্লেষ্মা, ঘামহীন জ্বর। লিভার পীড়িত রোগী। ৬x-১২x শক্তি উপকারী।