অর্শ, পাইলস, কোষ্ঠকাঠিণ্য জনিত কারনে মলদ্বারে রক্তজমাট বেধে মাংস বৃদ্ধি ঘটে, যথা সময়ে চিকিৎসা গ্রহন না করলে মলদ্বারের স্তর ভেদ করে ভেতরের দিকে নাল সৃষ্টি করে, ধীরে ধীরে সেখানে ক্ষত বা ঘা দেখা দেয়। এলোপ্যাথিতে অস্ত্রোপচার এর একমাত্র সমধান তবে হোমিওপ্যাথির সুচিকিৎসায় (ঔষধ সেবন ও ব্যবহারে) ইহা আরোগ্য হয়।
Ratanhia: মলত্যাগের পূর্বে ও সময়ে মলদ্বারে জ্বালা বা অনেক্ষণ পর্যন্ত ব্যাথা। রস বা পূঁজ ঝরে, যন্ত্রণা ঠান্ডা জলে উপশম। ক্ষুদ্র ক্ষুদ্র কৃমি থেকে মলদ্বারে চুলকানী। ২০০ শক্তি সেবন এবং Q শক্তি ২ দশমাংশ ৮ দশমাংশ গ্লিসারিন বা ভ্যাসেলিনের মিশ্রণ ব্যবহার্য।
Acid Nit: বাহ্যের সময় এবং পরে ভীষণ জ্বালা, মলদ্বার ফাটে, নালী ঘা। ২০০-পর্যায়ক্রমে উচ্চশক্তি।
Peonia Off: সর্বদায় মলদ্বার থেকে রস বা পুঁজ ঝরে, ব্যাথা থাকে। Q অথবা ২০০ শক্তি।
Graphyties: মলদ্বারে নালী ঘা, ফাটা ফাটা ভেজা ভেজা থাকে, ভেতরে হুল ফোটানো ব্যাথা। ২০০-উচ্চশক্তি।
Heper Sulph: ১০-১২ দিন অন্তর অন্তর মলদ্বার ফোলে, ব্যাথা থাকে। একটু পুঁজ জমে পুঁজ বের হয়ে গেলে সুস্থ বোধ করে। ২০০ শক্তি সেব্য।
Silicea: প্রায়ই কোষ্ঠবদ্ধতা থাকে। পাতলা পুঁজ বা রক্তরস নির্গত হতে থাকে। ২০০-উচ্চশক্তি।
Gun Powder: ফিশটুলার পুরাতন অবস্থা, নালী অত্যন্ত গভীর, ঘা থেকে ঘন পুঁজ বা রক্তরস নির্গত হতে থাকে। 3x শক্তি অব্যর্থ।
বায়োকেমিকঃ
B.P-18. 200X ফলপ্রদ।