জরায়ুর পীড়া (Uterine Diseases) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

অত্যাধিক যৌনকর্ম, অল্প বয়সে সন্তান গ্রহণ, প্রসবকালীন গোলযোগ, ইষ্ট্রোজেন হরমোনের ঘাটতি এছাড়াও কোষ্ঠকাঠিন্য, অর্শ, ভারী দ্রব্য উত্তোলন, অত্যাধিক পরিশ্রম ইত্যাদি কারণে জরায়ুর নানা সমস্যা যেমন জরায়ু বহির্গমণ (Prolapse), জরায়ু টিউমার অবশেষে ক্যান্সার হতে পারে।

Fraxinus Americana: জরায়ুর স্থানচ্যুতি, বহির্গমণ, টিউমার, প্রসবের পর জরায়ু স্বাভাবিক স্থানে না যাওয়া ইত্যাদি। Q শক্তি অব্যর্থ।

Auram Mur Nat: জরায়ুর নানা পীড়া যেমন জরায়ুর স্থানচ্যুতি, বহির্গমণ, সিষ্ট, টিউমার। যোনিদ্বারে ক্ষত, লিগামেন্ট ও মাংস পেশীর দুর্বলতা বশতঃ অনিয়মিত মাসিক, জরায়ু ক্যান্সার সহ বন্ধ্যাত্ব দূর করে। ৩x-৬x শক্তি অধিক কার্যকারী।

Lilium Tig: জরায়ুর স্থানচ্যুতির প্রাথমিক পর্যায়, আসন ছাড়া পায়ের উপর বসতে পারেনা বসলে মনে হয় জরায়ু বেরিয়ে পড়বে। ৬-৩০ শক্তি।

Sepea: নম্র স্বভাব, উদাসীনী, প্রস্রাবে দুর্গন্ধ, শীতকাতর রোগীদের জরায়ু সম্মন্ধীয় নানা পীড়া, স্থানচ্যুতি, তলপেটে ও কোমরে টাটানি ব্যথা, আসন ছাড়া পায়ের উপর বসতে পারেনা বসলে মনে হয় জরায়ু বেরিয়ে পড়বে। রোগের পুরনো অবস্থায় ইহা উপকারী। ৩০-২০০শক্তি পর্যায়ক্রমে উচ্চশক্তি।

Kreasote: জরায়ুতে ক্ষত, শক্ত বা ফোলা, কালো দুর্গন্ধযুক্ত স্রাব, ভয়ানক জ্বালা স্পর্শকাতর। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।

Murex: অভিমানী, প্রবল কামেচ্ছার সাথে জরায়ু ভার বোধ। জরায়ু বেরিয়ে আসার ভয়ে উরু চেপে বসতে হয়। ৩০-২০০ শক্তি উপকারী।



বায়োকেমিকঃ Cal.phos, Cal.flour 12x শক্তি জরায়ু বহির্গমন, টিউমার এবং অন্যান্য উপসর্গে কার্যকরী।




নবীনতর পূর্বতন