ছুলি (Frecle) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

এক রকম চর্মরোগ। ইংরাজী নাম পিটাইরিয়াসিস ভার্সিকালার (Pityriasis versicolor) বা টিনিয়া ভার্সিকালার (Tinea versicolor)। গ্রীষ্মকালে বেশী হয়। চমড়ায় ঘাম বেশী জমা হলে ম্যালাসেজিয়া ফারফার (প্রাক্তন নাম পিটাইরোস্পোরাম অরবিক্যলার) নামের ঈস্ট খুব বৃদ্ধি পায়। এই ঈস্ট সাধারণ চামড়াতেও থাকতে পারে কিন্তু বেশী হলে তা শরীরে ছোপ ছোপ সাদা দাগের সৃষ্টি করে, গরমে চুলকানী বাড়ে, ইহাই ছুলি (ছলম বা ছৈদ)।

Acid Nit: রোগী শীতকাতর, ঠোঁটের কোনে ঘা, মুখে মাঝে মাঝেই ঘা উঠে, ঘুমের ঘোরে মুখ থকে দুর্গন্ধ লালা পড়ে, প্রস্রাবে দুর্গন্ধ থাকে। ২০০ শক্তি উপকারী।

Arsenic Alb: সৌখিন পরিচ্ছন্ন শীতকাতর রোগীর শরীরের বিভিন্ন স্থানের ছুলি। ২০০-১এম শক্তি।

Psoralia Cory: ছুলির জন্য কার্যকরী একটি ঔষধ। ৬-৩০ শক্তি সেব্য এবং Q শক্তি ব্যবহার্য।

Sulpher: অপ্রিচ্ছন্ন নোংরা স্বভাবের রোগীদের ছুলি। ৩০ শক্তি। পুরনো হলে ২০০-১এম শক্তি ফলপ্রদ।



বায়োকেমিকঃ Kali Mur, Nat.Mur 12x-200x শক্তি ছুলির জন্য অব্যর্থ।




নবীনতর পূর্বতন