নানা কারণে চুল পেকে বা পড়ে যেতে পারে। অতিরিক্ত মানসিক পরিশ্রম, দীর্ঘস্থায়ী শোক, অতি আবেগ বা উৎকন্ঠা, হরমোনাল ইম্ব্যালেন্স এবং কঠিণ রোগ ভোগের পর চুলের সমস্যা দেখা দিতে পারে।
Selenium: বল ক্ষয়কারী রোগ ভোগের পর বা অতিরিক্ত ইন্দ্রিয়সেবা জনিত কারণে যে কোন স্থানের চুল উঠে যেতে থাকলে। ৩x-৩০শক্তি উপকারী।
Lycopodium: গরমকাতর রোগী কিন্তু গরম খাদ্য পছন্দ করে। হিংসুক, লোভী, কৃপণ, ভীরু রোগীদের অল্প বয়সে চুল পাকা বা টাক পড়া। পেটের অসুখে ভোগে চুল উঠে যাওয়া। ২০০ শক্তি অব্যর্থ।
Acid Phos: শীতকাতর যুবক যুবতীর মনে গভীর শোক দুঃখ বা মনোকষ্টের কারণে চুল উঠে বা পাকে। ৬-৩০ শক্তি ফলপ্রদ।
Sepea: সন্তান প্রবের পর প্রসূতির মাথার চুল উঠে যাওয়া। ৩০শক্তি সেব্য। Q শক্তি নারকেল তেলের সাথে ব্যবহার্য। একই ভাবে Jaborandi-Q, Arnica Mont-Q ব্যবহারে উপকার হয়।
Acid Flour: অত্যন্ত কামুক, সাহসী, শক্তিশালী, গরমকাতর এমন রোগীদের কঠিন রোগ ভোগের পর চুল উঠে যাওয়া। ২০০ শক্তি।
বায়োকেমিকঃ Cal.phos, Cal.flour 6x-12x