চুলের পীড়া (Hair Diseases) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

নানা কারণে চুল পেকে বা পড়ে যেতে পারে। অতিরিক্ত মানসিক পরিশ্রম, দীর্ঘস্থায়ী শোক, অতি আবেগ বা উৎকন্ঠা, হরমোনাল ইম্ব্যালেন্স এবং কঠিণ রোগ ভোগের পর চুলের সমস্যা দেখা দিতে পারে।

Selenium: বল ক্ষয়কারী রোগ ভোগের পর বা অতিরিক্ত ইন্দ্রিয়সেবা জনিত কারণে যে কোন স্থানের চুল উঠে যেতে থাকলে। ৩x-৩০শক্তি উপকারী।

Lycopodium: গরমকাতর রোগী কিন্তু গরম খাদ্য পছন্দ করে। হিংসুক, লোভী, কৃপণ, ভীরু রোগীদের অল্প বয়সে চুল পাকা বা টাক পড়া। পেটের অসুখে ভোগে চুল উঠে যাওয়া। ২০০ শক্তি অব্যর্থ।

Acid Phos: শীতকাতর যুবক যুবতীর মনে গভীর শোক দুঃখ বা মনোকষ্টের কারণে চুল উঠে বা পাকে। ৬-৩০ শক্তি ফলপ্রদ।

Sepea: সন্তান প্রবের পর প্রসূতির মাথার চুল উঠে যাওয়া। ৩০শক্তি সেব্য। Q শক্তি নারকেল তেলের সাথে ব্যবহার্য। একই ভাবে Jaborandi-Q, Arnica Mont-Q ব্যবহারে উপকার হয়।

Acid Flour: অত্যন্ত কামুক, সাহসী, শক্তিশালী, গরমকাতর এমন রোগীদের কঠিন রোগ ভোগের পর চুল উঠে যাওয়া। ২০০ শক্তি।



বায়োকেমিকঃ Cal.phos, Cal.flour 6x-12x




নবীনতর পূর্বতন