জ্বর (Fever) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

নানা কারণে জ্বর হতে পারে। রাতজাগা, ঠান্ডায় থাকা, ঋতু পরিবর্তন, জীবানু ঘটিত, কৃমি, আঘাতের ব্যথা থেকে, ভয় পাওয়া, অপরিমিত আহার বিহার প্রভৃতি কারণে জ্বরের উপসর্গ দেখা দিতে পারে।

Aconite Nap: হঠাৎ জ্বরের আক্রমণ, ঘামহীন অবিরাম জ্বর, মৃত্যুভয়, অস্থিরতা, প্রবল পিপাসায় অধিক পরিমাণে ঘন ঘন জলপান। (অল্প পরিমাণে ঘন ঘন জলপান Ars.A)। ১x-৩x শক্তি অব্যর্থ।

Belladona: চোখ মুখ লাল, মাথাব্যথা, ভীষন জ্বর, তন্দ্রা এলে চমকে উঠে, স্বল্পবিরাম জ্বরে মাঝে মাঝে গরম ঘাম। ৩x-৬ শক্তি ঘন ঘন প্রয়োগ।

Gelsemium: রোগী নিস্তেজ হয়ে পড়ে থাকে, তন্দ্রাচ্ছন্ন অত্যন্ত দুর্বল, পায়ের তালু ঠান্ডা মাথা গরম, মাঝে মাঝে চমকে উঠে। ১x-৩x-৬ শক্তি উপকারী।

Bryonia Alb: কালো শীর্ণ রাগী স্বভাব। জ্বরের সাথে ব্যথা থাকে নড়াচড়ায় ব্যথা বাড়ে, ঠোঁট ও জিহ্বা শুস্ক, জিহ্বায় হলুদ বা সাদা ময়লা, কোষ্ঠকাঠিন্য, প্রবল পিপাসায় অনেক বিলম্বে অধিক জলপান করে। ৩০-২০০ শক্তি উপকারী।

Arsenic Alb: যে কোন জ্বরে লক্ষণ সাপেক্ষে আর্সেনিক প্রয়োগ করা যায়। গাত্র দাহ, ছট্‌ফটানি, মৃত্যু ভয়, অবসাদ, অল্প পরিমাণে ঘন ঘন জলপান। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।

Ipecac: যে কোন জ্বরের সাথে বমি বা বমির ভাব,জিহ্বা পরিস্কার। ৬-৩০ শক্তি।

Alostonia: টায়ফয়েডের পর বা অন্য জ্বরে রক্তহীনতা দুর্বলতা। Q শক্তি অব্যর্থ।

Merc Sol: জ্বরের সাথে ঘাম-ঘামের সাথে জ্বর। ঘামে জ্বরের উপশম না হয়ে বরং বৃদ্ধি। শরীরের কোন অংগের গ্ল্যান্ড প্রদাহিত হয়ে উক্ত লক্ষনসমূহ দেখা দিলে। ৩০-২০০শক্তি।

Chinimum Sulp: ম্যালেরিয়া জ্বরের প্রধান ঔষধ। শীত ও কম্পন সহ জ্বর আসে, তাপমাত্রা ১০৬º পর্যন্ত উঠে। পিপাসা ও শরীর জ্বালা। অবশেষে ঘাম দিয়ে জ্বর সারে, পুণঃ পুণঃ এভাবে হতে থাকে। জ্বর না থাকা অবস্থায় ৩০-২০০ শক্তি সেব্য।

Cedron: সবিরাম জ্বর। সকালে দুপুরে রাতে যে কোন সময় জ্বর আসুক প্রতিদিন একই সময়ে জ্বর। নাকের ডগা ঠান্ডা থাকে। গরম জল পানের ইচ্ছা। ২০০ শক্তি।



বায়োকেমিকঃ
B.P-11

Ferrum phos 6x কার্যকরী।




নবীনতর পূর্বতন