নানা কারণে জ্বর হতে পারে। রাতজাগা, ঠান্ডায় থাকা, ঋতু পরিবর্তন, জীবানু ঘটিত, কৃমি, আঘাতের ব্যথা থেকে, ভয় পাওয়া, অপরিমিত আহার বিহার প্রভৃতি কারণে জ্বরের উপসর্গ দেখা দিতে পারে।
Aconite Nap: হঠাৎ জ্বরের আক্রমণ, ঘামহীন অবিরাম জ্বর, মৃত্যুভয়, অস্থিরতা, প্রবল পিপাসায় অধিক পরিমাণে ঘন ঘন জলপান। (অল্প পরিমাণে ঘন ঘন জলপান Ars.A)। ১x-৩x শক্তি অব্যর্থ।
Belladona: চোখ মুখ লাল, মাথাব্যথা, ভীষন জ্বর, তন্দ্রা এলে চমকে উঠে, স্বল্পবিরাম জ্বরে মাঝে মাঝে গরম ঘাম। ৩x-৬ শক্তি ঘন ঘন প্রয়োগ।
Gelsemium: রোগী নিস্তেজ হয়ে পড়ে থাকে, তন্দ্রাচ্ছন্ন অত্যন্ত দুর্বল, পায়ের তালু ঠান্ডা মাথা গরম, মাঝে মাঝে চমকে উঠে। ১x-৩x-৬ শক্তি উপকারী।
Bryonia Alb: কালো শীর্ণ রাগী স্বভাব। জ্বরের সাথে ব্যথা থাকে নড়াচড়ায় ব্যথা বাড়ে, ঠোঁট ও জিহ্বা শুস্ক, জিহ্বায় হলুদ বা সাদা ময়লা, কোষ্ঠকাঠিন্য, প্রবল পিপাসায় অনেক বিলম্বে অধিক জলপান করে। ৩০-২০০ শক্তি উপকারী।
Arsenic Alb: যে কোন জ্বরে লক্ষণ সাপেক্ষে আর্সেনিক প্রয়োগ করা যায়। গাত্র দাহ, ছট্ফটানি, মৃত্যু ভয়, অবসাদ, অল্প পরিমাণে ঘন ঘন জলপান। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।
Ipecac: যে কোন জ্বরের সাথে বমি বা বমির ভাব,জিহ্বা পরিস্কার। ৬-৩০ শক্তি।
Alostonia: টায়ফয়েডের পর বা অন্য জ্বরে রক্তহীনতা দুর্বলতা। Q শক্তি অব্যর্থ।
Merc Sol: জ্বরের সাথে ঘাম-ঘামের সাথে জ্বর। ঘামে জ্বরের উপশম না হয়ে বরং বৃদ্ধি। শরীরের কোন অংগের গ্ল্যান্ড প্রদাহিত হয়ে উক্ত লক্ষনসমূহ দেখা দিলে। ৩০-২০০শক্তি।
Chinimum Sulp: ম্যালেরিয়া জ্বরের প্রধান ঔষধ। শীত ও কম্পন সহ জ্বর আসে, তাপমাত্রা ১০৬º পর্যন্ত উঠে। পিপাসা ও শরীর জ্বালা। অবশেষে ঘাম দিয়ে জ্বর সারে, পুণঃ পুণঃ এভাবে হতে থাকে। জ্বর না থাকা অবস্থায় ৩০-২০০ শক্তি সেব্য।
Cedron: সবিরাম জ্বর। সকালে দুপুরে রাতে যে কোন সময় জ্বর আসুক প্রতিদিন একই সময়ে জ্বর। নাকের ডগা ঠান্ডা থাকে। গরম জল পানের ইচ্ছা। ২০০ শক্তি।
বায়োকেমিকঃ
B.P-11
Ferrum phos 6x কার্যকরী।