জন্ডিস (Jaundice) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

পিত্তথলী হতে পিত্তরস নির্গত হয়ে কোন কারণে পাকস্থলীতে না গিয়ে রক্তে মিশ্রিত হলে চোঁখ হাত-পা নখ হরিদ্রা বর্ণ ধারণ করে। ইহাকে জন্ডিস বা কমলা রোগ বলে। অনবরত ঠান্ডা, স্বল্প বিরাম জ্বর ভোগ, দূষিত খাদ্য পানীয় গ্রহণ, কোষ্ঠবদ্ধতা বা অজীর্ণ, মানসিক অবসাদ, অলসতা, মনোকষ্ট প্রভৃতি কারণে জন্ডিস দেখা দিতে পারে।

Hydrustis Can: নতুন পুরাতন যেকোন প্রকার জন্ডিসে জিহ্বা সাদাটে, মাঝে মাঝে বমির ভাব, কোষ্ঠকাঠিন্য থাকে। চোঁখ হাত-পা নখ হরিদ্রা বর্ণ, অরুচি। Q-৩x উপকারী।

Chelid M: মুখের স্বাদ তিক্ত, জিহ্বা হলদেটে, চোঁখ হাত-পা নখ হরিদ্রা বর্ণ, জ্বরভাব, মল ছাই বা মাটির ন্যায়, বমির ভাব মাঝে মাঝে পিত্তবমন। Q শক্তি ফলপ্রদ।

Cardous M: প্রস্রাব গাঢ় হলুদ পরিমাণে অল্প, মুখে তিক্তস্বাদ, চোঁখ হাত-পা নখ হরিদ্রা বর্ণ, কোষ্ঠবদ্ধের জন্য শক্ত গাট গাট, মাঝে মাঝে উদরাময়। লিভারের স্থানে টাটানি ব্যথা, ডান কাতে শুইতে পারেনা। Q শক্তি অব্যর্থ।

Nux Vom: অতিরিক্ত কুইনাইন সেবন, মাদক সেবন জনিত কারণে জন্ডিস হলে Q শক্তি অমোঘ।



বায়োকেমিকঃ
Nat.Sulp: চোঁখ হাত-পা নখ প্রস্রাব হরিদ্রা বর্ণ, বমির ভাব মাঝে মাঝে পিত্তবমন, তিক্তস্বাদ। ৬x-১২x উপকারী।

Kali Mur: ঠান্ডা লাগা থেকে সূত্রপাত, কোষ্ঠবদ্ধ, জিহ্বা সাদাটে। ৬x অমোঘ।




নবীনতর পূর্বতন