কথা বলার সময় আটকে যাওয়া বা থেমে থেমে কথা বলা। অনেকেই জিহ্বের এক্সারসাইজ করতে বলে বা মুখে ভারি বস্তু রাখতে বলে তবে হোমিওপ্যাথিতে ইহা আরোগ্য হয়।
Bovista: তোৎলামির অন্যতম ঔষধ। ৬-৩০ শক্তি। উপকার না পেলে ২০০ শক্তি।
Spigelia: প্রথম শব্দটি বার বার উচ্চারিত হয়। ৩০-২০০ শক্তি উপকারী।
Cicuta Virosa: প্রথম শব্দটি স্পষ্ট পরে তোৎলানো শুরু করে। ৩০-২০০ শক্তি।
Stramonium: তোৎলামি। কথা বলতে খুব কষ্ট। নানা ভঙ্গিমা বা মুখ বিকৃতি করা ছাড়া বলতে পারেনা। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।
Plumbum Met: অস্পষ্ট কথা, দুয়েকটি শব্দ ছাড়া কি বলতেছে মোটেও বুঝা যায়না। ৩০-২০০ শক্তি কার্যকারী।
বায়োকেমিকঃ Kali Phos 6x-12x প্রযোজ্য।