তোৎলামি (Stammering) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

কথা বলার সময় আটকে যাওয়া বা থেমে থেমে কথা বলা। অনেকেই জিহ্বের এক্সারসাইজ করতে বলে বা মুখে ভারি বস্তু রাখতে বলে তবে হোমিওপ্যাথিতে ইহা আরোগ্য হয়।

Bovista: তোৎলামির অন্যতম ঔষধ। ৬-৩০ শক্তি। উপকার না পেলে ২০০ শক্তি।

Spigelia: প্রথম শব্দটি বার বার উচ্চারিত হয়। ৩০-২০০ শক্তি উপকারী।

Cicuta Virosa: প্রথম শব্দটি স্পষ্ট পরে তোৎলানো শুরু করে। ৩০-২০০ শক্তি।

Stramonium: তোৎলামি। কথা বলতে খুব কষ্ট। নানা ভঙ্গিমা বা মুখ বিকৃতি করা ছাড়া বলতে পারেনা। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।

Plumbum Met: অস্পষ্ট কথা, দুয়েকটি শব্দ ছাড়া কি বলতেছে মোটেও বুঝা যায়না। ৩০-২০০ শক্তি কার্যকারী।

বায়োকেমিকঃ Kali Phos 6x-12x প্রযোজ্য।




নবীনতর পূর্বতন