দাদ একটি সংক্রামক চর্মরোগ। ইংরেজি: Dermatophytosis তবে Ringworm ও Tinea নামেও পরিচিত। তবে এর কারণ কোন worm বা ক্রিমি নয়। এর কারণ ত্বকের উপরের দিকে (superficially) ছত্রাক সংক্রমণ।
দাদ তিনরকম :
১। ট্রাইকোফাইটন- (Trichophyton)
২। এপিডার্মফাইটন (Epidermophyton)
৩। মাইক্রোস্পোরাম (Microsporum )
মাথায় চিরুণী দ্বারা ও পায়ে পুরোন মোজা দ্বারা সংক্রমিত হতে পারে। সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার-অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষত আছে এমন শরীর এই ছত্রাকগুলোর স্পোর (বা, হাইফা) দ্বারা আক্রান্ত হয়। এই ছত্রাকগুলোর সুপ্তিকাল ৩ থেকে ৫ দিন।
প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়। পরে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে। ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে। চুলকানি বৃদ্ধি পায়। চুলকানোর পর আক্রান্ত স্থানে জবালা হয় এবং আঠালো রস বের হয়। মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায়, নখে হলে দ্রুত নখের রঙ বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড হয়ে ভেঙ্গে যেতে পারে।
এটি সংক্রামক রোগ। অতিসহজেই রোগী থেকে সুস্থ দেহে বিস্তার লাভ করতে পারে। রোগীর চিরুনি, তোয়ালে, বিছানা ইত্যাদি ব্যাবহার করলে এ রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে। তবে রোগাক্রান্ত পোষা বিড়ালের মাধ্যমে এটি বেশী ছড়ায়।
Bachillinum: শিশু বয়স্ক যে কারো যে কোন স্থানের দাদে ইহা অব্যর্থ। ৩০-২০০ শক্তি।
Arsenic Alb: মাথার দাদ, শুস্ক এবং কর্কশ, গোছে গোছে চুল উঠে। ৩০ শক্তি উপকারী।
Cal.Carb: মোটা থলথলে মেদপূর্ণ ঘর্মপ্রবণ শিশুর বা বয়স্ক লোকের শরীরের নানা স্থানে দাদ। জ্বালাকর চুলকানীযুক্ত। ২০০ শক্তি অব্যর্থ।
Cousticum: গলা ঘাড় গ্রীবায় অত্যন্ত চুলকানীযুক্ত রসালো দাদ। ৩০-২০০ শক্তি।
Clemetis: বিছানার গরমে এবং ধৌত করার পর অসহ্য চুলকানী। মাথার পেছনে চুলের গোড়ায় মামড়িযুক্ত দাদ। অমাবশ্যায় বাড়ে পূর্ণিমায় কমে। ৬-২০০ শক্তি ফলপ্রদ।
বায়োকেমিকঃ
Nat.Mur, Nat.Sulp উপকারী।
B.P-20