বিভিন্ন কীট পতঙ্গ জীব জন্তুর কামড় থেকে অনেক বড় অসুখের সৃষ্টি হতে পারে যেমনঃ বিড়াল, শেয়াল, বেজি, বানরের কামড় কিংবা আঁচড় থেকে জলাতঙ্ক রোগ ছড়াতে পারে। এছাড়া সাপ, ইঁদুর, ছুঁচা (চিকা) মৌমাছি, ভোলতা, বিচ্ছু, ভিমরুল এবং মশার কামড়ে হোমিও ঔষধ সেবন করলে ভয়ঙ্কর মহামারী থেকেও বাঁচা যায়।
Ledum Pal: ইঁদুর, মৌমাছি, মশা, ডাশ ইত্যাদির কামড়। ৬-৩০ শক্তি সেব্য এবং Q শক্তি ব্যবহার্য। (ইদুঁর কামড়ালে Ledum 200 তারপর Hypericum 200 এবং বিড়াল কামড়ালে
Ledum 200 তারপর Acid Acetic 200 দিনে ২বার এক সপ্তাহ সেব্য)
Anthraxcinum: কীট পতঙ্গাদির দংশনে রোগী ছট্ফট করতে থাকে। ৩০ শক্তি।
Echinecea Aug: ইঁদুর বা ছুঁচায় কামড়ালে Q শক্তি ঘন ঘন সেব্য।
Hypericum: দংশিত স্থানে ব্যথা বা ক্ষত হয়ে ধনুষ্টঙ্কারের উপক্রম হলে। ৩০-২০০ শক্তি সেব্য এবং Q শক্তি ব্যবহার্য।
Hydrophobinum: জলাতঙ্ক রোগের ঔষধ। ২০০ শক্তি ফলপ্রদ।
বায়োকেমিকঃ
Nat.Mur : মৌমাছি, ভোলতা, বিচ্ছু, ভিমরুল এবং মশার কামড়ে 6x শক্তি সেব্য এবং 3x ব্যবহার্য।