খাবারের পর নিয়মিত দাঁত ফ্লস করা এবং দু’বেলা ব্রাশ করা উচিৎ। দাঁতের যত্নে অবহেলা করলে পাইওরিয়া সহ নানাবিধ দন্তরোগ হতে পারে। দাঁত ব্যথা, ক্ষয় হওয়া (পোকা খাওয়া), দাঁতে শির শির অনুভূতি, রক্ত পুঁজ পড়া, মাঢ়ী বা দন্তমূল ফোলা ইত্যাদি।
Aconite Nap: ঠান্ডা লেগে দাঁত ব্যথা বা মাঢ়ী ফোলা। ৩x-৬ শক্তি সেব্য এবং Qশক্তি ব্যবহার্য।
Merc Sol: দাঁতের মাঢ়ীতে ঘা বা ফোলা, রক্ত পুঁজ পড়া, লালা ঝরা, মুখে দুর্গন্ধ, ক্ষয় হওয়া দাঁতে ঠান্ডা পানিতে যন্ত্রণা বাড়ে। রাতে বিছানায় গেলে ব্যথা বৃদ্ধি পায়। ৩০-২০০ শক্তি।
Kreasote: শিশুদের দাঁত কালো হয়ে ক্ষয়ে যেতে থাকে, ভেঙ্গে যায়, মাঢ়ী ফোলে, রক্ত পড়ে, ক্ষয় হওয়া (পোকা) দাঁতে অত্যন্ত বেদনা। ৩০-২০০ শক্তি সেব্য। Q শক্তি ব্যবহার্য।
Staphysagria: রাগী স্বভাব, অপমানিত হলেও আত্মসম্মানের ভয়ে ঝগড়া করেনা। সর্বদা কামুক চিন্তা, শীতকাতর এমন ধাতুর রোগীদের দাঁত ক্ষয় (পোকা),মাঢ়ী ফোলা, রক্ত পড়া ইত্যাদি লক্ষণে। ৩০-২০০ শক্তি উপকারী।
Chamomilla: খিটখিটে বদ মেজাজী রাগী। সামান্য কারণে ঝগড়াঝাটি করে এমন রোগীদের দাঁত ব্যথায় ৬-৩০ শক্তি অব্যর্থ।
Plantego M: সব ধরণের দাঁতের ব্যথায় অমোঘ। ৬-৩০ শক্তি সেব্য এবং Q শক্তি ব্যবহার্য।
Hecla Lava: মাঢ়ী ফোলা,ব্যথা, মাঢ়ীতে ক্ষত, দাঁত ক্ষয়ে যাওয়া, দন্তনালী, দাঁত উঠানোর পর যন্ত্রণা বিশেষ করে দন্তনালী ঘায়ে ইহা উপকারী। ৩x-৩০শক্তি সেব্য, ২x-৩x ব্যবহার্য।
Pyroginium: উত্তাপে ব্যথা ও অস্থিরতা কমে, দাঁত দিয়ে রক্ত পূঁজ পড়া তথা পাইওরিয়ার শ্রেষ্ঠ ঔষধ। ৬-৩০ শক্তি।
Acid Flour: পাইওরিয়া, দাঁতের মাঢ়ীতে ঘা, রক্ত পুঁজ পড়া, মুখে পঁচা দুর্গন্ধ, ঠান্ডা জলে উপশম গরমে বৃদ্ধি। ৩০-২০০ শক্তি, পুরনো হলে ১এম-১০এম ফলপ্রদ।
Cardus Meri: পাইওরিয়া রোগের অন্যতম ঔষধ। রক্ত পুঁজ পড়া, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, মাঢ়ী থেকে দুর্গন্ধ পুঁজ পড়ে। Q-৬ শক্তি উপকারী।
বায়োকেমিকঃ
B.P-18 পাইওরিয়ার জন্য শ্রেষ্ঠ।
Cal.phos: রক্তশূন্য দুর্বল, দাঁতে কনকনে ব্যথা, ঠান্ডায় এবং রাতে বৃদ্ধি। শিশুদের দাঁত উঠতে বিলম্ব। ৬x-১২x শক্তি উপকারী (হোমিও ২০০ শক্তি)। ।
Mag.Phos: সকল প্রকার দন্তশূল গরমে আরাম বোধ। ৩x-৬x গরম জলে সেব্য।
Nat.Sulph: সকল প্রকার দন্তশূল ঠান্ডায় উপশম গরমে বৃদ্ধি। ৬x-১২x প্রযোজ্য (হোমিও ৩০-২০০শক্তি)।