বহুমুত্র রোগ একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো ডায়াবেটিস বা বহুমুত্র রোগ। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হলো এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
বহুমূত্র রোগ বা ডায়াবেটিস বললে সাধারাণতঃ ডায়াবেটিস মেলাইটাস বোঝায়। তবে ডায়াবেটিস ইনসিপিডাস নামে আরেকটি রোগ আছে যাতে মূত্র উৎপাদন বেশী হয় কিন্তু তা ADH অ্যান্টি ডাইইউরেটিক হরমোন নামে অন্য একটি হর্মোনের উৎপাদনের অভাব বা ক্রিয়ার অভাবে হয়ে থাকে এবং মূত্রাধিক্য এবং তার জন্য অতিতৃষ্ণা এই দুটি উপসর্গের মিল ছাড়া এই রোগটির সঙ্গে ডায়াবেটিস মেলাইটাস-এর কোন সম্পর্ক নেই। এ দুটির মধ্যে ডায়াবেটিস মেলাইটাসের প্রকোপ অনেক বেশী। ডায়াবেটিস মেলাইটাস আবার দুরকম হতে পারে। যথাঃ টাইপ-১ বা ইনস্যুলিন নির্ভরশীল এবং টাইপ-২ বা ইনস্যুলিন নিরপেক্ষ ডায়াবেটিস।
নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় তৃতীয় এক প্রকার ডায়াবেটিস হয়ে থাকে। ইহা জ্যেষ্টেশানেল ডায়াবেটিস নামেও পরিচিত।
লক্ষণঃ ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত ক্ষুধা, পিপাসা, দুর্বলতা, ওজন কমে যাওয়া ইত্যাদি।
Acid phos: ডায়াবেটিস বা বহুমূত্র রোগের প্রধান ঔষধ। প্রস্রাব রাতে বেশি, প্রচণ্ড পিপাসা, ওজন হ্রাস পাওয়া। Q-3x শক্তি অব্যর্থ।
Syzyjium Jambo: যেকোন টাইপ ডায়াবেটিসে মহৌষোধ। অদম্য পিপাসা, ঘন ঘন প্রস্রাব, ওজন হ্রাস, দুর্বলতা। Q শক্তি।
Urenium Nit: ডায়াবেটিসের আরো একটি সেরা ঔষধ। 1x-3x শক্তি কার্যকরী।
Insulinum: ডাঃ বোরিকের মতে ডায়াবেটিসের শ্রেষ্ঠ ঔষধ। ৩০-২০০ শক্তি উপকারী।
Cephalendra Ind, Rhus Arometic Q শক্তি অনেকেই ব্যবহারে উপকৃত হন।
বায়োকেমিকঃ B.P-7