প্রস্রাবের পীড়া হোমিওপ্যাথিক চিকিৎসা

প্রস্রাবের পীড়া হোমিওপ্যাথিক চিকিৎসা

রোগ বিবরন : গনোরিয়া সিফিলিস প্রভূতি সংক্রমিত রোগ হইয়া ঠান্ডা লাগিয়া যে ভিজিয়া রাত্রি জাগরন শরীরিক বা মানসিক পরিশ্রম নানা কারনে মূত্র যন্ত্রের পীড়া হইয়া থাকে। বৃদ্ধ বয়সে মূত্র গ্রন্থির বিবৃদ্ধি জনিত নানা প্রকার প্রস্রাবের পীড়া দেখা দেয়।

চিকিৎসা

একোনাইট ন্যাপ (Aconite Nap) : শিশু ভুমিষ্ঠা হইবার পর প্রস্রাব না হইলে একোনাইট অব্যর্থ। বহু রোগীতে ব্যবহার করিয়া সুফল পাইয়াছি।

সেবন বিধি : শক্তি 3x বা 6x ৫-১০ মিনিট অন্তর।

বোরাক্স (Borex) : শিশু প্রস্রাব করিবার সময় কাদিয়া উঠে দুর্গন্ধ যুক্ত গরম প্রস্রাব নিম্ন গতিতে ভয় পাওয়ার লক্ষনে ইহা অব্যর্থ।

সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে তিন মাত্রা।

সিনা (China) : কৃমি গ্রস্থ শিশুদের ঘন ঘন প্রস্রাব অসাড়ে ফোটা ফোটা প্রস্রাবে সিনা ফলপ্রদ। উক্ত লক্ষনে এই ঔষধের 200 1m শক্তি তিন চার মাত্রা সেবন করিতে দিয়া অনেক রোগী আরোগ্য হইতে পাইয়াছি।

স্যাবাল সেরু (Sabal Seru) : বৃ্দ্ধ বয়সে এই রোগ অধিক হয়। জননেন্দ্রিয় গোড়ার দিকে টাটানি ব্যথা ঘন ঘন প্রস্রাবের বেগ। অনেকক্ষন কোথ দিবার পর ফোটা ফোটা প্রস্রাব। কষ্টকর প্রস্রাব জ্বালা যন্ত্রনা প্রস্রাব নালিতে কি যেন আটকাইয়া আছে। অনুভব করে বিবৃদ্ধির জন্য প্রস্রাব ত্যাগে ভীষন কষ্ট। প্রভূতি লক্ষনে ইহা উৎকৃষ্ট ঔষধ।

সেবন বিধি : শক্তি Q ৮-১০ ফোটা অর্ধ ছটাক জলসহ দিনে চার বার।

ইকুইজিটাম হাই (Equisetium Hig) : মূত্র নালীতে বেদনা সর্বদাই প্রস্রাব করার ইচ্ছা। পস্রাব হইলেও প্রস্রাবের ভাব দুর হয় না। প্রস্রাব শেষ হইবার পর ভীষন বেদনা প্রস্রাবের সঙ্গে রক্ত বৃদ্ধ বয়সে প্রস্রাব ধারনে অক্ষমতা রাখে।

সেবন বিধি ;শক্তি 6 বা 30 দিনে চার বার অন্তর মাত্রা।

টার্নেরা (Turnere) : বৃদ্ধ বয়সে প্রস্রাব ধারনে অক্ষমতা দিনরাত অসাড়ে ফোটা ফোটা প্রস্রাব ঝরে। অসাড়ে প্রস্রাব নির্গমনে ইহা অব্যর্থ।

সেবন বিধি : শক্তি Q ৫-৬ ফোটা সামান্য জলের সহিত প্রত্যহ চার বার। 3x 6, 30 বা 200 শক্তি তে উপকার পাইয়াছি।

পেট্রোসেলিনিয়ম (Petroselenium) : হঠাৎ প্রস্রাবের বেগ। এক মূহুর্ত বিলম্ব সহ্য হয় না। পস্রাবের স্থানে যাইতে না যাইতে ঝরিয়া পড়ে। স্রাব ত্যাগ কালেলিঙ্গন্ডে বেদনা জ্বালা যন্ত্রনা। হঠাৎ প্রসাবের বেগ ইহার বিশেষ লক্ষন।

সেবন বিধি : শক্তি 30 বা 200 প্রতি দিন ঘন্টা অণ্তর

চিমাফিলা (Chimaphila) : প্রস্রাব ঘোলা দুর্গন্ধ যুক্ত অল্প প্রস্রাব একটু একটু করিয়া হয়। প্রস্রাব ত্যাগ বলে ভীষন জ্বালা প্রস্রাবের শেষ ভাগে কোথানী ঘন ঘন প্রস্রাবের বেগ প্রস্রাবের শেষ ত্যাগ কোথানী ঘন ঘন প্রস্রাবের বেগ প্রসাবের শ্লেম্বা তলানী পড়ে। ইত্যাদি সহিত দিনে লক্ষনে ইহা উপকারী।

সেবন বিধি ; শক্তি Q 3x ৩-৪ ফোটা মাত্রায় সামান্য ঠান্ডা জলের সহিত দিনে চার বার।

এনাগেলিস (Anagalis) : মূত্র পাথরের জুড়িয়া থাকে তাই প্রস্রাবে একাদিক নালে নির্গত হয়। পস্রাবের সময় বা পরে জ্বালা করে। ইত্যাদি লক্ষনে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি Q ৪-৫ ফোটা সামান্য জলের সহিত দিনে চার বার।

এসিড নাইট (Acid Nit) : প্রস্রাবে অত্যন্ত ঝঝালো দুর্গন্ধ। যন্ত্রনা নিবারনার্থে রোগী ঘন ঘন প্রস্রাবে পরে যায়। মাঝে মাঝে প্র্রস্রাব রক্ত। ঠোটের কোনো ঘা মুখ মাত্রা থেকে তলা পড়ে। প্রভূতি লক্ষনে ইহা উপকারী।

সেবন বিধি ; শক্তি 200 দিনে দুই মাত্রা। পুরাতন রোগে আরো উচ্চ শক্তি।

এনানথেরাম (Anantherum) : শ্লেম্বা যুক্ত ঘোলা প্রস্রাব ঘন ঘন প্র্রস্রাবের বেগ মূত্র থলিতে প্রস্রাব না জমিয়া অসাড়ে নির্গত ইহা অমোঘ। রাস্তায় চলিতে কিংবা ঘুমের ঘোরে অজ্ঞাত সারে প্রস্রাব ঝড়িয়া পড়ে প্রভূতি লক্ষনে ইহা অমোঘ।

সেবন বিধি : শক্তি Q ৩-৪ ফোটা সামান্য জলের সহিত দিনে তিন চার বার। 6 বা 30 উপকারী।

কষ্টিকাম (Costicum) :প্রস্রাবের বেগ ধারনে অক্ষম। অসাড়ে পস্রাব নিঃসরন। মূত্র থলির পক্ষঘাত বসত্য প্রস্রাব চলিত অবস্থায় রোগেী বুঝিতে পারে না প্রস্রাবে বুঝিতে পারে না প্রস্রাব হইতেছে কিনা। হাচিতে কাশিতে প্রস্রাব ঝরিয়া যায়। অতি ধীরে ধীরে প্রস্রাব নির্গমনে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি 6 বা 30 প্রত্যহ তিন মাত্রা। পুরাতন রোগে আরো উচ্চ শক্তি।

কোনিয়ম (Conium) : বৃদ্ধ বয়সে মূত্র পীড়ায় ইহা ধনন্তরী প্রস্রাব থামিয়া থামিয়া অতি ধীরে নির্গত হয়।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা। পুরাতন রোগে আরো শক্তি।

কার্লসবাড (Carlsbad) : প্রস্রাব খুব ধীরে ধীরে ইহা ধনন্ত্ররী। প্রস্রাব থামিয়া থামিয়া অতি ধীরে নির্গত হয়।

সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে তিন বার।

ম্ট্যাফিসেগিয়া (Staphysagria) :প্রস্রাব করিবার সময় কোন রুপ জ্বালা যন্ত্রনা হয় না। অন্য সময়ে মূত্র নালীতে জ্বালা থাকিলে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা পুরাতন রোগে আরো উচ্চ শক্তি।

এসিড বেঞ্জো (Acid Benza) : প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ মাঝে মাঝে অষাড়ে প্রস্রাবে ত্যাগ। প্র্রস্রাব সম্বন্ধীয়া যে কোন রোগে ঘোড়ার চোনার মত প্রস্রাব কটু দুর্গন্ধ থাকিলে ও রোগী শীথ কাতর হইলে ইহা অমোঘ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা।

ষ্টিলিনজিয়া (Stallingia) : জলের বর্ণের প্রস্রাবের নীচে প্রস্রাবের নীচে ময়দা ঘোলার মত তলানী পড়িলে ষ্টিলিনজিয়া উপকারী।

সেবন বিধি : শক্তি Q বা 3x বা ৩-৪ ফোটা সামান্য জলের সহিত দিনে তিন চার বার।

পেরিরা ব্রাভা (Pariea Brava) : ঘন ঘন প্রস্রাবের বেগ ফোটা ফোটা কোস্থতন শূলনী বেদনা। পাছা পযন্ত নামে। হামা গুড়ী দিয়ে বসে। ইত্যাদি লক্ষনে পীড়ায় বা জলের সহিত বিবৃদ্ধিতে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি Q বা 3x ৫-৬ ফোটা সামান্য জলের সহিত তিন দিনে চার বার।

ফেরাম পিক্রি (Ferrum Pic) : প্রষ্টেটগ্ল্যাডবিবৃদ্ধিতে ফেরাম পিক্রি একটি মহা উপকারী।

সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে ৩ বার। 200 দিনে এক বার।

ক্যান্থারিস (Cantheris) : প্রস্রাবের জ্বালা ক্যান্থারিসের প্রধান পরিচয়। জ্বালা যুক্ত ফোটা প্রস্রাব প্রস্রাব ত্যাগে অত্যন্ত বেগ ও কষ্ট যে কোন রোগের সঙ্গে উপরোক্ত লক্ষনগুলো থাকিলে ক্যান্থারিস তা আরোগ্য করিতে পারে।

সেবন বিধি : শক্তি 3x 6 বা 30 দিনে চার বার।

সার্সাপেরিলা (Sarsaparilla) : মূত্র ত্যাগের শেষ মূহূর্তের জ্বালায় ইহা ধনন্তরী বসিয়া প্রস্রাব করিলে ফোটা ফোটা প্রস্রাব পরে। দাড়াইয়া প্রস্রাব করিলে সরল ভাবে প্রস্রাব নির্গত হয়। উপরোক্ত লক্ষনে এই ঔষধ ব্যবহার করিয় অনেক স্থলে উপকার পাইয়াছি।

সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে ৩ বার। পুরাতন রোগে 200 1m বা আরো উচ্চ শক্তি দুই এক বার।

বাইওকেমিক চিকিৎসা

ক্যালি ফস (Kali Phos) : মূত্র থলির পক্ষঘাত বসত অষাড়ে মূত্র নিঃসরন। প্রস্রাবে ভয়ানক দুর্গন্ধ। প্রস্রাব ধারনের অক্ষমতা ক্যালি ফস উপকারী।

সেবন বিধি : শক্তি 6x বা 12x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিনে তিন বার। পুরাতন রোগে আরো উচ্চ শক্তি।

ফেরাম ফস (Ferrum Phos) : সর্ব প্রকার প্রস্রাব সম্বন্ধীয় পীড়ার প্রথমবস্থায় ফেরাম ফস ও ক্যালি মিউর পযায়ক্রমে সেবন করিলে পীড়া প্রায়ই আরোগ্য হইয়া যায়।

সেবন বিধি : শক্তি 6x ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে অনুপাতে দুই ঘন্টা অন্তর।

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

রোগ ভোগ কালীন সাগু বার্লি সটির পাল গোদুগন্ধ সুপথ্য। মাংস ডিম মদ্য পান গুরু পাক দ্রব্যাদি ভোজন নিষিদ্ধ।

=====[ Be Careful ]=====

হোমিওপ্যাথিক ঔষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

অথাবা হোমিওপ্যাথিক ঔষধ অপব্যবহার জনিত কোন সমস্যা শিকার হলে এই পেইজ কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না। ধন্যবাদ।

Post a Comment

নবীনতর পূর্বতন