সূর্যরশ্মির প্রভাবে ত্বকে হাইপারমেলানোসিস হয় অর্থাৎ অতিরিক্ত মেলানিন উৎপন্ন হয়। এতে ত্বকের কিছু কিছু জায়গায় কালো বা বাদামি ছোপ ছোপ দাগ দেখা দেয় যা মেছতা বা মেলাজমা (melasma) নামে পরিচিত। গ্রীক শব্দ মেলাজ (melas) থেকে মেলাজমা শব্দের উৎপত্তি যার অর্থ কালো। যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে তবে মহিলারাই বেশি আক্রান্ত হয় বিশেষ করে গর্ভবতী মহিলা এবং যারা জন্ম নিয়ন্ত্রণ ওষুধ গ্রহণ করেন বা হরমোন থেরাপি নেন। ত্বকের যে সমস্ত জায়গায় সূর্যরশ্মি বেশি পড়ে সে সমস্ত জায়গা যেমন- উপরের গাল, নাক, ঠোঁট এবং কপালে মেছতা দেখা যায়। (সাধারণত ৩০-৪০ বছর বয়সের মধ্যে হয়)। তবে মাঝে মধ্যে ঘাড়ের পাশে, কাঁধ ও উপরের বাহুতে দেখা যায়।
গ্রীষ্ম প্রধান ও সাবট্রপিক্যাল দেশগুলোতে যেখানে সূর্যরশ্মি প্রখর সেখানে মেছতার আধিক্য দেখা যায়।
চিকিৎসা-
Sepea: জরায়ুপীড়াগ্রস্থ নারী, শীতকাতর, উদাসীন, কোমল মন। ৩০-২০০ অব্যর্থ।
Actia Reci: জরায়ুপীড়াগ্রস্থ নারী, শীতকাতর। Q-3x শক্তি ফলপ্রদ।
Pulsetilla: ঋতুপীড়াগ্রস্থ বালিকা, উদাসী, কোমলমনা। মাসিকে অল্প স্রাব। মাসিক চলাকালীন দাগ ভেসে উঠে মাসিকান্তে একাই সেরে যায়। ৩০-২০০ শক্তি।
Nat.Carb: অনেক সময় ধরে আগুনে পাশে থাকার ফলে মেছতা বা দাগ। ৩০-২০০ শক্তি।
Phosphorus: শারিরীক গড়ন বা চেহারা লম্বাটে, শীতপ্রিয়, কামুক রোগীদের পেটে পিঠে বুকে মেছতা বা ছুলি। ২০০ শক্তি।
Alumina: সব সময় কোষ্ঠকাঠিন্যতা থাকে। ২-৩ দিন পর পর মলত্যাগের ইচ্ছা, প্রেশার দিয়ে বাহ্য করতে হয়। ২০০ শক্তি।
গ্রীষ্ম প্রধান ও সাবট্রপিক্যাল দেশগুলোতে যেখানে সূর্যরশ্মি প্রখর সেখানে মেছতার আধিক্য দেখা যায়।
চিকিৎসা-
Sepea: জরায়ুপীড়াগ্রস্থ নারী, শীতকাতর, উদাসীন, কোমল মন। ৩০-২০০ অব্যর্থ।
Actia Reci: জরায়ুপীড়াগ্রস্থ নারী, শীতকাতর। Q-3x শক্তি ফলপ্রদ।
Pulsetilla: ঋতুপীড়াগ্রস্থ বালিকা, উদাসী, কোমলমনা। মাসিকে অল্প স্রাব। মাসিক চলাকালীন দাগ ভেসে উঠে মাসিকান্তে একাই সেরে যায়। ৩০-২০০ শক্তি।
Nat.Carb: অনেক সময় ধরে আগুনে পাশে থাকার ফলে মেছতা বা দাগ। ৩০-২০০ শক্তি।
Phosphorus: শারিরীক গড়ন বা চেহারা লম্বাটে, শীতপ্রিয়, কামুক রোগীদের পেটে পিঠে বুকে মেছতা বা ছুলি। ২০০ শক্তি।
Alumina: সব সময় কোষ্ঠকাঠিন্যতা থাকে। ২-৩ দিন পর পর মলত্যাগের ইচ্ছা, প্রেশার দিয়ে বাহ্য করতে হয়। ২০০ শক্তি।
একটি মন্তব্য পোস্ট করুন