স্তনের পীড়া / Breast Disease হোমিওপ্যাথিক চিকিৎসা।

স্তনের পীড়া / Breast Disease হোমিওপ্যাথিক চিকিৎসা।
মেয়েদের স্তন ঊর্ধ্বাঙ্গের অংশ, বুকের উপর ২য় থেকে ৬ষ্ঠ রিব পর্যন্ত বিস্তৃত থাকে। তরুণীদের স্তন বর্তুলাকার হয় এবং স্তনবৃন্ত (Nipple) ছোট ও গোলাপী বা হালকা খয়েরী রঙের হয়। বাচ্চা জন্মদানের পর এর আকৃতি বেড়ে যায় এবং বোঁটা/Nipple বড় ও কাল হয়। বোঁটার চারপাশে কালো/খয়েরী বৃত্তকে এরিওলা (Areola) বলে। অসংখ্য স্তনগ্রন্থি (Mamary Gland), চর্বি, ফাইব্রাস তন্তুর সমন্বয়ে স্তন গঠিত। মেয়েদের স্তন হরমোনের প্রভাবে সাধারনত ১২ বছর থেকে বৃদ্ধি হয়। স্তনে টিউমার বা গ্ল্যান্ড ফোলা, মাসিকের সময় ব্যথা হওয়া, অপুষ্টি জনিত স্তনের শুস্কতা, স্তনবৃন্ত ভিতরে দেবে যাওয়া, স্তনবৃন্ত ফেটে যাওয়া ইত্যাদি লক্ষনসহ স্তন ক্যান্সার দেখা দিতে পারে।


চিকিৎসা-
Chimaphila: স্তন দিনদিন শুকিয়ে ছোট হতে থাকলে-Q শক্তি উপকারী।

Sebal Seru: অপুষ্টি জনিত স্তন দিনদিন শুকিয়ে ছোট হতে থাকলে-Q শক্তি উপকারী।

Lac Can: মাসিক শুরুর কিছুদিন পূর্বে স্তনব্যাথা, চাপে বা ঝাকুনিতে ব্যথা বাড়ে, মাসিক আরম্ভ হলে ব্যাথা সেরে যায়। ৩০-২০০ শক্তি।

Croton Tig: শিশুকে ব্রেষ্টফিডিং করানোর সময় স্কন্ধসহ স্তনে ব্যথা অনুভব। ৩০-২০০ শক্তি।

Graphites: স্তনবৃন্ত/Nipple ফাঁটা এবং সেখান থেকে আঠালো রসস্রাব। ২০০-উচ্চশক্তি।

Baryta Carb, Baryta Mur : ছেলেদের স্তন বৃদ্ধি পেয়ে মেয়েদের মত হতে থাকলে। ২০০- উচ্চশক্তি কার্যকরী।

Carbo Animalis: স্তনে শক্ত গ্লান্ড, ব্যথা জ্বালা-পোড়া, ক্যন্সারের স্রাবময় ক্ষত, ক্ষতের চারপাশ শক্ত এবং হুল ফুটানো ব্যথা জ্বালা, বগল কাঁধ সহ পীড়িত হওয়া। ৩০-২০০ শক্তি প্রয়োজনে উচ্চশক্তি।

Conium Met: স্তনের গ্ল্যান্ড শক্ত, ফোলা, আঘাত জনিত টিউমার, সুঁচবিদ্ধবৎ বেদনা, ডানস্তনের পীড়া। ২০০-উচ্চশক্তি।

Asterias Rubens: থলথলে মেদপূর্ণ সাইকোটিক ধাতুর রোগীতে অধিক কার্যকরী। স্তন বা বগলের গ্ল্যান্ড ফোলা এবং কর্তনবৎ বেদনা, স্তন ক্যান্সার, স্তন পেকে পূঁজ পড়া, বামস্তনের পীড়া। ৩০-২০০ শক্তি উপকারী।

বায়োকেমিকঃ
Cal.Flour: স্তনে শক্ত গ্ল্যান্ড। ১২x শক্তি উপকারী। 




Post a Comment

নবীনতর পূর্বতন