পেটের পীড়া (Stomach/ Abdominal Diseases) হোমিওপ্যাথিক চিকিৎসা।

কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ, কৃমি, অসাস্থ্যকর ভেজাল খাদ্য গ্রহণ, পঁচা বাসি খাবার খাওয়া, ফুড পয়জনিং, দুষিত জলপান, উত্তপ্ত শরীরে বরফ শীতল জলে স্নান প্রভৃতি নানা কারণে পেট ব্যাথা বা অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে।

Colocynth: পেটে অসহ্য ব্যাথা, জোরে চেপে ধরলে বা পেটের নিচে বালিশ রেখে শুইলে বেদনার উপশম। Q-৩০ শক্তি উপকারী।

Stannum Met: পেট ব্যথা ধীরে বাড়ে আবার ধীরে ধীরে কমে। প্রচন্ড বেদনা চাপ প্রয়োগে কমে, বুকের ভেতর শুণ্যতা বোধ। সামান্য পরিশ্রমে বুক ধড়ফড় করে, বাম পাশ চেপে শুয়ে থাকলে ব্যাথা কমে। ৩০-২০০ শক্তি।

Nux Vom: খাওয়ার ২/১ঘন্টা পর পেট ব্যাথা শুরু, ঘন ঘন বাহ্যের বেগ, মলত্যাগের নিস্ফল চেষ্টা। খামচানি বেদনায় রোগী অস্থির হয়ে পড়ে। পেট ব্যাথায় অসহ্য হয়ে মুখে আঙুল প্রবেশ করিয়ে বমি করে। রাত জাগা থেকে পেটের সমস্যার সূত্রপাত। ১x- ৩০ শক্তি।

Veratrum Alb: কোষ্ঠবদ্ধ রোগীদের নানা প্রকার উদরশূল। ফুড পয়জনিং জনিত পেটব্যাথায় Colocynth এর সাথে ঘন ঘন সেব্য। ৩x-৩০ শক্তি।

Chamomilla: পেটে বায়ু জমে পেট ফোলে, শিশু পেটের যন্ত্রনায় ছট্‌ফট করে কাঁদে। ৬-৩০ শক্তি।


বায়োকেমিকঃ
Mag.Phos, Nat.Phos, Nat.Sulph 3x-6x




নবীনতর পূর্বতন