শ্বেতী রোগ সাধারণত শরীরের কোনো বিশেষ স্থানের ত্বকের রং উৎপাদনকারী কোষ বা মেলানোসাইট রোগাক্রান্ত হলে বা সংখ্যায় কমে গেলে অথবা মরে গেলে মেলানিন নামক ত্বকের রঞ্জক(রং) তৈরি বন্ধ হয়ে যায় এবং ওই নির্দিষ্ট স্থানে সাদা দাগ পড়ে। শ্বেতী কোনো ছোঁয়াচে রোগ নয় বা প্রানঘাতি নয়। বিজ্ঞানীরা এই রোগের কারণ এখনও জানতে পারেননি। বিশ্বে ১০ কোটি মানুষ বর্তমানে এ রোগে আক্রান্ত। হোমিও ঔষধ সেবনে অধিকাংশ রোগীই আরোগ্য হয়।
Ars.Sulph.Flav: ইহা ধবল রোগের শ্রেষ্ঠ ঔষধ। ৩x-৬x শক্তি উপকারী।
Oil Buchi: শ্বেতী রোগে বাহ্যিক ব্যবহারের উৎকৃষ্ট ঔষধ। Q শক্তি।
Psorelia Cori: শরীরের বিভিন্ন স্থানে সাদা বা শ্বেতী। ৩x-৩০ শক্তি সেব্য এবং Q শক্তি ব্যবহার্য।
Sulpher Iod: দেহের কোন স্থানে চামড়া সাদা হয়ে সেখানে অসাড় বোধ। ৩x-৬ শক্তি ফলপ্রদ।
Syphilinum: চিকিৎসা চলাকালীন মাঝে মাঝে ১এম-১০এম প্রযোজ্য।
Radium Brom: কোন ঔষধে আরোগ্য না হলে ২০০ শক্তি খাওয়া যেতে পারে।
বায়োকেমিকঃ
Kali Mur: শ্বেতী রোগে হোমিও ঔষধের পাশাপাশি ৬x শক্তি উপকারী।