টিউমার (Tumor) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

টিউমার হল কোষের অস্বাভাবিক বিভাজনের ফলে সৃষ্ট অস্বাভাবিক সমষ্টি। অস্বাভাবিক বৃদ্ধির আগে, কোষ বৃদ্ধির একটি অস্বাভাবিক প্যাটার্ন মেটাপ্লাসিয়া কিংবা ডিসপ্লাসিয়া অতিক্রম করে। যাই হোক, মেটাপ্লাসিয়া কিংবা ডিসপ্লাসিয়া নিওপ্লাসিয়া হবেই, এমন কোন কথা নেই। নিওপ্লাস্টিক কোষের বৃদ্ধি স্বাভাবিক কোষের থেকে অনেক বেশি যা সমন্বয় বজায় রাখতে পারে না।এটির পরিবর্তনকারি উদ্দীপনা অপসারণ করলে আগের অবস্থার কোন পরিবর্তন হয় না। এর ফলে টিউমার হয়।

নিওপ্লাসিয়া বিনাইন,সম্ভাব্য বিনাইন কিংবা ম্যালিগন্যান্ট ক্যান্সার এই তিন রকম হতে পারে।

১। বিনাইন টিউমার এক জায়গায় সীমাবদ্ধ(localized) থাকে এবং ক্যান্সারে পরিণত হয় না।

২। সম্ভাব্য (potentially) ম্যালিগন্যান্ট নিওপ্লাজম কার্সিনোমা অন্তর্ভুক্ত. তারা আক্রমণ ও ধ্বংস করে না,কিন্তু যথেষ্ট সময় পেলে ক্যান্সারে পরিণত হয়।

৩। ম্যালিগন্যান্ট টিউমারকে সামগ্রিকভাবে ক্যান্সার বলে। তারা পার্শ্ববর্তী টিস্যু আক্রমণ ও ধ্বংস করে, মেটাস্ট্যাটিস করে এবং শেষ পর্যন্ত পোষক কে বধ করে।

Conium: শরীরের যেকোন স্থানের শক্ত টিউমারে সুঁচ ফুটানো ব্যথা। আঘাত থেকে টিউমার। ২০০- উচ্চশক্তি পর্যায়ক্রমে।

Baryta Carb: শীতকাতর রোগীর ঘাড়, গলা বগল বা অন্যকোন স্থানে নরম তুলতুলে টিউমার। নতুনদের ৩০-২০০ শক্তি, পুরনো হলে ১এম-উচ্চশক্তি।

Cal.carb: মোটা থলথলে মেদপূর্ণ, ঘুমের সময় মাথার ঘামে বালিশ ভিজে যায়, অল্পতেই ঠান্ডা লাগে। মাথার টিউমার। ২০০- পর্যায়ক্রমে উচ্চশক্তি।

Hecla Lava: ঘাড়ে শক্ত গ্ল্যন্ড। ৩০-২০০ শক্তি উপকারী।

Calcaria Flour: শরীরের যে কোন স্থানে পাথরের মত শক্ত টিউমার। মাথায় বা হাড়ের টিউমার। ২০০- পর্যায়ক্রমে উচ্চশক্তি।

Lapis Alb: মাংসার্ব্বুদ বা মেদার্ব্বুদ। ২০০-পর্যায়ক্রমে উচ্চশক্তি।


বায়োকেমিকঃ
Cal.Fluor, Nat.Mur, Kali Mur, Cal.Phos ইত্যাদি উল্ল্যেখযোগ্য।




নবীনতর পূর্বতন