হাড়ের ক্ষত, টিউমার, ফিমার আলনা টিবিয়া ও টেম্পোর্যাাল অস্থির ক্ষত এবং ক্ষতস্থান থেকে হাজাকারক পাতলা স্রাব নিসৃত হতে থাকলে প্রযোজ্য। এছাড়া দাঁতের মাঢ়ীর ও চক্ষুর শোষঘায়ে ইহাই সুনির্দিষ্ট। ৩০-২০০ শক্তি।
Symphytum: শরীরের যেকোন স্থানের হাড় ভেঙে গেলে উহা জোড়তে ফলপ্রদ। ৩০ শক্তি। Ledum Pal. Q বাহ্যিক ব্যবহার্য।
Calcarea Phos: যে সমস্ত শিশু অত্যন্ত জীর্ণশীর্ণ, শরীরের গঠন ক্ষীণ- রুগ্ন, বয়স অনুপাতে যাদের শরীরের বৃদ্ধি হয়নি, পেট খুব বড়, মাথাটি দেহ অপেক্ষা বড়, পাঁজরের হাড় বেরিয়ে থাকে, মাথার খুলির হাড় পাতলা যেন একটু চাপ দিলেই ভেঙ্গে যাবে। দাঁত উঠতে বিলম্ব হয়। মেরুদন্ডের দুর্বলতা। ৩০-২০০ শক্তি উপকারী।
Oleum Jac: বৃহৎ অস্থির ক্ষত, ভার্টিব্র্যাল ক্যারিজ, হাড় ক্ষয়/শোষ বা স্ফিতি, হাড় কোমল, হাড়ের উপর স্ফোটক। ৩x শক্তি ফলপ্রদ।
Silicea: ভার্টিব্র্যাল ক্যারিজ, হিপ জয়েন্ট পীড়া, শিশুদের মেরুদন্ড বাঁকা, ঠান্ডায় বৃদ্ধি, লম্বা অস্থির শোষ ঘা থেকে পুঁজ পড়া। ২০০ থেকে উচ্চ শক্তি।
বায়োকেমিকঃ
Cal. Phos, Cal. Flour, Silicea ইত্যাদি।
একটি মন্তব্য পোস্ট করুন