পাথরী পীড়া, মূত্র পাথরী, কিডনিতে পাথর নিরাময় হোমিওপ্যাথিক চিকিৎসা।

কিডনি হচ্ছে আমাদের শরীরের রক্ত পরিস্কারের যন্ত্র। আমরা যেসব খাবার খাই তার পুষ্টির একটা অংশ কিডনি থেকেই রক্তে যায়। তাছাড়া শরীরের অনেক রকম বর্জ্য ও পরিশোধিত হয় কিডনিতে আর তখন যদি কোন কারন বসত কিডনিতে এই সব খনিজ পদার্থ আটকে যায় বা যে কোন বেক্টোরিয়ার কারনে ঠিক মত সেঁকে মূত্রথলিতে পাঠাতে না পারে তখন প্রাকৃতিক ভাবেই তা জমা হয়ে যায় কিডনির ভেতর এবং দীর্ঘ দিন পর তা শক্ত পাথরের মত আকার প্রাপ্ত হয়।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭০% কিডনিতে পাথর উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যালসিয়ামের সাথে অক্সালিক অ্যাসিড মিলিত হয়ে তৈরি হয়। ১০% হয় ইউরিক অ্যাসিড বাড়তির কারনে। ৫% মানুষের কিডনিতে পাথর হয় পানি শূন্যতা জাতীয় অভ্যাসের কারনে। ৫% হয় বংশ গত কারনে। ৫% হয় যৌনরোগ ভোগার কারনে।

Cantharis: কিডনি পাথর রোগে সুনামের সাথে ব্যবহৃত হচ্ছে। প্রস্রাবে ভীষণ জ্বালা থাকে, ফোঁটায় ফোঁটায় নির্গমণ, কুন্থন বা চেপে প্রস্রাব করতে হয়। Q- ৩০ শক্তি উপকারী।

Berberis Vul: কোমরে ভয়ানক ব্যাথা। ব্যাথা ধীরে ধীরে কোমর থেকে নিচের/পায়ের দিকে নামে। নড়াচড়ায় ব্যাথার বৃদ্ধি। মুত্রথলিতে ব্যাথা ও জ্বালা। মূত্র পাথরী এবং পিত্ত পাথরী উভয় পীড়াতেই Q শক্তি প্রযোজ্য।

Sarsaparilla: কিডনী ও মুত্রনালীতে বেদনা। বসে প্রস্রাব করতে পারেনা দাঁড়িয়ে করলে স্বতঃস্ফুর্ত। প্রশ্রাবের পর জ্বালাপোড়া। Q শক্তি।

Uva Ursi: প্রস্রাবে জ্বালা, ঘন ঘন বেগ, কষ্টকর প্রস্রাব মাঝে মাঝে রক্তপ্রস্রাব। প্রস্রাব করার সময় আটকে আটকে যায় মনে মূত্রনালীতে পাথর জমেছে। Q শক্তি।

Lycopodium: ডান কিডনী আক্রান্ত। ব্যাথা নিচের/পায়ের দিকে নামে। থেমে থেমে হয় বিধায় অনেক্ষন বসে থাকে। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।


বায়োকেমিকঃ
Mag.Phos, Nat.Sulph ঔষধ দু’টি গরম জলে সেব্য।




নবীনতর পূর্বতন