নাক (Nasal diseases, Polypus, Snoring) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

নাক দিয়ে রক্ত পড়া। নাকে ঘা বা ওজিনা। ঘুমের মাঝে নাক ডাকা। সবসময় ঠান্ডা সর্দি লাগা থেকে নাকে পলিপাস বা মাংসবৃদ্ধি।

Millefolium: নাসিকা থেকে উজ্জ্বল লাল রক্ত বের হওয়া। ব্যাথা থাকেনা। Q শক্তি অব্যর্থ।

Brayonia Alb: বসন্তকালে প্রাতে অথবা শুস্ক আবহাওয়ায় নাক দিয়ে রক্তস্রাব। ৬-৩০ শক্তি।

Calcaria Carb: মোটা থলথলে মেদপূর্ণ স্ত্রীলোকের ঋতুস্রাব বন্ধ হয়ে নাক দিয়ে রক্তস্রাব। ৩০-২০০ শক্তি উপকারী।

Aurum Met ও Aurum Mur: পুরাতন সর্দি হেতু নাকের ভেতর ক্ষত, দুর্গন্ধ, নাকের হাড়ে ক্ষত। ২০০-১এম শক্তি ফলপ্রদ। Aurum Mur 3x শক্তি।

Hydrustis Can: নাকের ভেতর ঘা, হলুদ বর্ণের চটচটে আঠালো সর্দি, পলিপাস।

Opium: ঘুমের মাঝে নাক ডাকা বা গলা দিয়ে উচ্চস্বর বের হওয়া। ৩০-২০০ শক্তি।

Arsenic Iod: নাকে পলিপাসের জন্য শ্বাস প্রশ্বাসে কষ্ট। অনবরত হাঁচি। উষ্ণতাপ্রিয়। ৩x-৩০ শক্তি ফলপ্রদ।

Sanguneria Nit: যে কোন ধরণের নাকে পলিপাসের জন্য প্রযোজ্য। ৩x-৬ শক্তি অব্যর্থ।

Lemna Minor: নাকে পলিপাসের জন্য শ্বাস প্রশ্বাসে কষ্ট। সর্দি এবং নাকে দুর্গন্ধ থাকে। ৩x- পর্যায়ক্রমে উচ্চশক্তি ঠান্ডা জলসহ সেব্য।

Thuja Occ: পলিপাসের একটি উৎকৃষ্ট ঔষধ। ৩০-২০০ শক্তি সেবন এবং Q শক্তি ব্যবহার্য।

Kali Bichrom: নাকের সাথে গলাও আক্রান্ত হয়। ঘ্রাণ নিতে পারেনা। গলায় আঠালো শ্লেষ্মা জমে থাকে ফেলতে গেলে তারের মত ঝুলে থাকে। ১২x- পর্যায়ক্রমে উচ্চশক্তি।


বায়োকেমিকঃ
Ferrum Phos: নাক থেকে রক্তপাত হলে ৬x শক্তি অব্যর্থ।

Cal.Phos: নাকের হাড় আক্রান্ত এবং পলিপাসের জন্য কার্যকরী। শক্তি ৬x- ১২x।

Silicea: নাকের ভেতর ঘা, গাঢ় হলুদ বর্ণের দুর্গন্ধ স্রাব, পায়ের তালুতে দুর্গন্ধযুক্ত ঘাম। ১২x-২০০x শক্তি পর্যায়ক্রমে।

Cal.Flour: নাকে ঘা, হাড়ের ক্ষত থেকে দুর্গন্ধ, দুর্গন্ধযুক্ত পাতলা স্রাব। Cal.Flour এর সাথে Kali phos 12x শক্তি উপকারী।

Kali Sulph: ঘুমে নাক ডাকার জন্য ব্যবহৃত হয়। ৩০x-২০০x শক্তি।




নবীনতর পূর্বতন