অতিরিক্ত হস্তমৈথুন, ঘন ঘন স্বপ্নদোষ বা অন্য কোন উপায়ে শুক্রক্ষয় হেতু যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ রোগ দেখা দিতে পারে। জননেন্দ্রিয় এতই দুর্বল হয়ে পড়ে যে মল মূত্র ত্যাগ কালে অসাড়ে বীর্য স্খলন হতে পারে। এছাড়াও আরো কিছু লক্ষণ-
১। দুই মাসেরও অধিক সময় যাবৎ যৌন ক্রিয়ার প্রতি কোন আগ্রহ অনুভব না করা বা লিঙ্গোত্থান না হওয়া।
২। যৌন মিলন এড়িয়ে যাওয়া, স্বামী-স্ত্রীর মধ্যে যৌন মিলনের বাসনা অত্যন্ত কম অনুভব করা, কিংবা যৌন মিলনের প্রতি দুঃশ্চিন্তা বা উদ্বেগ থাকা।
৩। কখনও কখনও আগেই বীর্যপাত ঘটা, যৌন মিলনের সময় ব্যথা হওয়া, অক্ষমতা কিংবা তীব্র যৌন সুখ পেতে অক্ষমতা।
Caladium Seg: বহুদিন পর্যন্ত স্বপ্নদোষ হয়ে যৌন দুর্বলতা। ঘুমের মাঝে লিঙ্গোদগম কিন্তু ঘুম ভাংলে লিঙ্গ শিথিল। সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু যৌন অক্ষমতা। সহবাসকালে লিঙ্গ শিথিল হয়ে পড়ে। Q- ৩x শক্তি অব্যর্থ।
Lycopodium: অতিরিক্ত হস্তমৈথুন স্বপ্নদোষ বা স্ত্রী সহবাস জনিত ধ্বজভঙ্গ। সহবাসের ইচ্ছা আছে কিন্তু ক্ষমতাহীন। চুম্বন আলিঙ্গনেও লিঙ্গ উত্থিত হয়না। সময় কম হয়। বৃদ্ধ বয়সে ধ্বজভঙ্গ। ২০০-১এম শক্তি উপকারী। যথা সময়ে মেয়েদের যৌবন প্রকাশ না পেলে C.M শক্তি। কাজ নাহলে Overiun 3x এবং Sebal Sero.Q ফলপ্রদ।
Selenium: যে কোন কারণে শুক্রতারল্য, অসাড়ে বীর্যপাত। হরমোনাল ডিসচার্জ থেকে চুল পড়া বা পাকা, দেহের শীর্ণতা। ৩x-৬ শক্তি ফলপ্রদ প্রয়োজনে ৩০-২০০ শক্তি।
Conium Met: সহবাসের ইচ্ছা অধিক কিন্তু ক্ষমতাহীন। স্ত্রী সঙ্গ যেমন কথা বলা স্পর্শ করা এমনকি চিন্তা করলে বীর্যপাত হয়। কামরিপু দমন করার ফলে দুর্বলতা। ২০০-১এম প্রযোজ্য।
Agnus Cast: অতিরিক্ত বীর্যক্ষয় করে বারবার প্রমেহ রোগে আক্রান্ত হওয়া। সহবাসের ইচ্ছা আছে কিন্তু ক্ষমতাহীন। অথবা সঙ্গমেচ্ছা একদম নেই। লিঙ্গ শিথিল ও ছোট হয়ে যাওয়া। স্ত্রীলোকের যৌনাকাঙ্খা কমে যাওয়া। Q-৩x শক্তি উপকারী।
Damiana: শুক্রবর্ধক। লিঙ্গ শিথিল থাকা। Q শক্তি ফলপ্রদ।
Avena Sat-Q, Ashwagandha-Q, Tribulus Terri-Q, Salix Nigra-Q, Yohimbinum-Q ঔষধগুলি ভাল ফল দেয়।
বায়োকেমিকঃ
Nat.Mur, Kali Phos, Silicea ঔষধগুলি ১২x শক্তি একযোগে সেব্য।