টনসিল (Tonsillitis) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

জিভের পিছনে গলার দেয়ালের দু’পাশে গোলাকার পিণ্ডের মতো যে জিনিসটি দেখা যায় সেটাই টনসিল। টনসিল দেখতে মাংসপিণ্ডের মতো মনে হলেও এটি লসিকা কলা বা লিম্ফয়েড টিস্যু দিয়ে তৈরি। মুখগহ্বরের দু’পাশে দুটি টনসিল পুলিশের মতো পাহারায় থাকে বলে এটিকে মুখগহ্বরের পুলিশ বলা হয়। মুখ,গলা,নাক কিংবা সাইনাস হয়ে রোগজীবাণু অন্ত্রে বা পেটে ঢুকতে বাধা দেয় এই টনসিল।

টনসিলের সমস্যার কারণে গলাব্যথায় ভুগে থাকেন অনেকে। যদিও টনসিলের সমস্যা সব বয়সেই হয়ে থাকে , তারপরও শিশুদের ক্ষেত্রে টনসিলের ইনফেকশন একটু বেশি হয়। টনসিলের এই ইনফেকশনকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ।

Phytolocca: টনসিল ফোলে বড় হয়, ঢোক গিলতে কষ্ট। বার বার টনসিল আক্রান্ত হয়। নতুন পুরাতন সকল প্রকার টনসিলে ৩০-২০০ শক্তি অমোঘ।

Heper Sulph: শীতকাতর, রোগী বদমেজাজী, ঠান্ডায় যন্ত্রণার বৃদ্ধি, টনসিল খুব বড় সেখানে মাছের কাঁটা ফোটার ন্যায় বেদনা। ৩০-২০০ শক্তি উপকারী।

Belladona: টনসিল ফুলে লাল, অত্যন্ত ব্যথা, জ্বালা যন্ত্রণা জ্বর, ডান পাশ আক্রান্ত, ঠান্ডা বাতাস অসহ্য। ৩x-৬ শক্তি ফলপ্রদ।

Merc Sol: গলাব্যথা, মুখ থেকে লালাস্রাব, রাতে বৃদ্ধি ২০০ শক্তি।

Merc Bin Iod: বাম পাশের টনসিল অধিক আক্রান্ত হলে ২০০ শক্তি।

Merc Podo Iod: ডান পাশের টনসিল অধিক আক্রান্ত হলে ২০০ শক্তি।

Conium: টনসিল বড় হয়ে শক্ত আকার ধারণ করে। ছিদ্রের মত সাদা ঘা, ঢোক গিলতে কষ্ট। ২০০ শক্তি।



বায়োকেমিকঃ B.P 10




নবীনতর পূর্বতন